বাউফলে পরিবেশ দিবস ক্যাম্পেইনে ফলজ চারা বিতরন

বাউফলে পরিবেশ দিবস ক্যাম্পেইনে ফলজ চারা বিতরন

সাইফুৃল ইসলামঃ পটুয়াখালীর বাউফলে পরিবেশ দিবস-২০২০উপলক্ষ্যে শতাধিক কৃষি পরিবারে ফলজ চারা বিতরন করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সকাল ১১ ঘটিকায় চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ চারা বিতরন করেন উপজেলা কৃষি সম্প্রসারন উদ্ভিদ সংরক্ষণ উপসহকারি কৃষি কর্মকর্তা মো: আনছার উদ্দিন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেণ, স্পিড ট্রাস্ট উজ্জীবক সাইফুল ইসলাম, জন সমবায় ফোরাম সদস্য সচিব জয়নব বিবি, জন সমবায় দল নেতা রেকসনা বেগম, সাবানা বেগম, বিলাসী  বেগম ও পারভীন আক্তার।
পরিবেশ দিবস-২০২০ দিবসটি উদ্যাপনে স্পিড ট্রাস্ট চন্দ্রদ্বীপ ইউনিয়েনে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহন করেন। কর্মসূচীর মধ্যে ছিল-স্থানীয় কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও জন সমবায় দল সমন্বয়ে পরিবেশ সংলাপ। পরিবেশ সংরক্ষণে শপথ,অংশগ্রহনকারীদের মধ্যে ফলজ চারা বিতরন। তারই ধারাবাহিকতায় চন্দ্রদ্বীপ ইউনিয়ন চরডিয়ারা, চরওয়াডেল চরমিয়াজান ১০ টি জনসমবায় দলে শতাধিক অংশগ্রহনকারীদের মধ্যে ফলজ গাছ (পেয়ারা কাঠাল,জলপাই,আমলুকি) চারা বিতরন, যৌথ উদ্যোগে গাছ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্পিড ট্রাস্ট উজ্জীবক সাইফুল ইসলাম জানান, এএলআরডি (মিজেরিয়া) প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ ভূমিহীন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিষত্ব এবং যৌথ কৃষি চর্চা প্রকল্পের কর্ম এলাকায় কোভিড-১৯ প্রতিরোধ সামাজিক দূরত্ব রেখে দিবসটি পালিত হচ্ছে। পরিবেশ দিবস উদযাপনে উদ্দেশ্য হচ্ছে,স্থানীয় পরিবেশ অবস্থা বিশ্লেষণ, পরিবেশ দূষন ও প্রতিকার এবং প্রতিরোধ সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষনে উদ্ধুদ্ব হওয়া।